মুনমুন সেনের পশুপ্রেমের ঠেলায় মঞ্চে বক্তব্যরত মন্ত্রী মলয় ঘটকের ভাবগম্ভীর ভাষণ শোনার থেকে মুনমুন সেনের পশুপ্রেম নিয়েই আগ্রহী হলেন উপস্থিত মানুষজন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে অণ্ডালের দক্ষিণখন্ডের ধর্মরাজ তলায়।
শনিবার রাতে অণ্ডালের দক্ষিণখন্ডের ধর্মরাজ তলায় আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় রাজ্যের মন্ত্রী মলয় ঘটক মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করা শুরু করেন এবং গত লোকসভা নির্বাচনের আগে মোদির দেওয়া প্রতিশ্রুতি সহ বিভিন্ন ইস্যু তুলে ধরে কড়া আক্রমণ শানাতে থাকেন, সেই সময় মন্ত্রী মলয় ঘটকের বক্তব্য না শুনে মঞ্চের এক কোণে চলে এসে দলীয় এক কর্মীর কাছে থাকা একটি বানর ছানাকে নিয়ে খুনসুটি করতে থাকেন মুনমুন সেন। একদিকে মঞ্চে মন্ত্রীর গুরুগম্ভীর ভাষণ, অন্যদিকে একই মঞ্চে প্রার্থীর পশুপ্রেমে টাইম পাস করা দেখে উপস্থিত জনতা হেসে লুটোপুটি।
মুনমুন সেনের এহেন পশুপ্রেমে নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে বলে কমিশনের দারস্থ হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার বিজেপি ও সিপিএম নেতৃত্ব। পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষ্মণ ঘড়ুই বলেন, ‘কয়েকদিন আগেই হনুমান জয়ন্তী গেছে, এখন হনুমান কোলে ভোট টানতে তৃণমূল প্রার্থী হনুমানপ্রীতি দেখাচ্ছেন।’ দুর্গাপুরের বনদফতরের মুখ্য বনপাল মিলন কান্তি মন্ডল বলেন, ‘১৯৭২ বন্যপ্রাণী আইন অনুযায়ী নির্বাচনী মঞ্চে হনুমান বা বানর ব্যবহার নিষিদ্ধ।’ যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিরোধীদের সমস্ত অভিযোগ উড়িয়ে দেয়। তবুও মুনমুন সেনের পশুপ্রেমের ঠেলায় এখন বেশ অস্বস্তিতে পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?