গতবছর আলু চাষের পর থেকে পরপর চাষে লোকসান এবং পাওনাদারদের তাগাদার জেরে নবনী বাগদী (৫০) নামে এক ভাগচাষি আত্মঘাতি হলেন। বাড়ি গলসি থানার সোঁদা গ্রামে। মৃতের ছেলে সনাতন বাগদী জানিয়েছেন, তাঁর বাবা গতবছর মহাজনী ঋণ নিয়ে প্রায় ৫ বিঘেতে আলু চাষ করেন। অত্যাধিক ফলনের জন্য দাম না পাওয়ায় লোকসান হয়। এরপর ফের ৫ বিঘে জমিতে বোরো চাষ করেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়। মহাজনী ঋণ নিয়ে পরপর চাষে লোকসান হওয়ার পরও এবার ফের ৫ বিঘে জমিতে আমন চাষ করেন। কিন্তু বিগত দুটি চাষে এবং এই আমন চাষে প্রায় ৫০ হাজার টাকা ঋণ শোধের জন্য পাওনাদারদের চাপ চলছিল। তার জেরেই শনিবার তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রবিবার বিকালে তাঁর মৃত্যু হয়।

Like Us On Facebook