কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর বেহাল দশার প্রতিবাদে আসানসোলের বিএনআর মোড়ে শনিবার পশ্চিম বর্ধমান জেলার এসএফআই কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করল। অভিযোগ, রেজাল্ট না পাওয়া থেকে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ রূপ না পাওয়া সব বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়সারা মনোভাব। প্রশ্নপত্র ফাঁস, ভুলে ভরা প্রশ্নপত্র, রেজাল্টের জন্য দীর্ঘ সময় অপেক্ষা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়সারা মনোভাব সহ একগুচ্ছ অভিযোগে পশ্চিম বর্ধমান জেলার এসএফআই কর্মীরা শনিবার আসানসোলের বিএনআর মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে ও বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

বাম সংগঠনের ছাত্র-ছাত্রীদের দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ছাত্র-ছাত্রীদের স্বার্থে অবিলম্বে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। নির্ভূল প্রশ্নপত্র, প্রশ্নপত্র ফাঁস রোধ ও সঠিক সময়ে রেজাল্ট প্রকাশ করার দাবি জানায় ছাত্র-ছাত্রীরা। পশ্চিম বর্ধমান জেলার এসএফআইয়ের জেলা কমিটির সম্পাদক মৈনাক চ‍্যাটার্জী বলেন, পশ্চিম বর্ধমান জেলার একমাত্র ইউনিভার্সিটি হল কাজি নজরুল ইউনিভার্সিটি। এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়সারা মনোভাবে ছাত্র-ছাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস থেকে রেজাল্টের দীর্ঘসূত্রতা। যত কিছু অনিয়ম এখন সব কাজী নজরুল ইউনিভার্সিটিতে চলছে। এর প্রতিবাদেই আমরা আজ বিক্ষোভ প্রদর্শন করলাম। আগামী দিনে প্রয়োজনে জেলা জুড়ে এর প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের পথে যাব আমরা।


Like Us On Facebook