আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন সহ ছাত্র-ছাত্রীদের পরীক্ষা ও ফল প্রকাশের চরম অব্যবস্থা সহ একগুচ্ছ অভিযোগে বুধবার পশ্চিম বর্ধমান জেলার বাম ছাত্র সংগঠন এসএফআই বিক্ষোভ মিছিল বের করে। দুর্গাপুরের সিটি সেন্টারে সিপিএমের দলীয় কার্যালয় বিমল স্মৃতি ভবন থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। সিটি সেন্টারের বাস ষ্ট্যান্ড হয়ে মিছিল দুর্গাপুর মহকুমা প্রশাসন কার্যালয়ে পৌঁছালে এসএফআই কর্মীরা সেখানে বিক্ষোভ দেখান।

এরপর এসএফআই কর্মীরা দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরার সঙ্গে দেখা করে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন সহ পরীক্ষা ও ফল প্রকাশের অব্যবস্থা নিয়ে অবহিত করেন। মহকুমাশাসককে একটি স্মারকলিপিও দেওয়া হয় ছাত্র সংগঠনের পক্ষ থেকে। জানা গেছে, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে চরম অবস্থার অভিযোগে দুর্গাপুর মহকুমা প্রশাসন কার্যালয়ে বিক্ষোভ ও মহকুমাশাসককে ডেপুটেশনের নেতৃত্ব দেন এসএফআইয়ের পশ্চিম বর্ধমান জেলার সভানেত্রী অন্তরা ঘোষ ও সাধারণ সম্পাদক মৈনাক চ‍্যাটার্জী।


Like Us On Facebook