হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের গবেষক পড়ুয়া রোহিত ভেমুলার হত্যার দু’বছর পূর্তি এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর অষ্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বুধবার এসএফআই বুদবুদ-গলসি লোকাল কমিটির উদ্যোগে গলসিতে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে এবিটিএ’র উচ্চমাধ্যমিক টেস্ট পেপার তুলে দেওয়া হয়।
গলসিতে এসএফআই-এর কার্যালয়ে এই টেস্ট পেপার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তব্য রাখেন এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির সহ সম্পাদক সন্দীপ সাঁতরা, লোকাল কমিটির সম্পাদক ও জেলা সহ সভাপতি মনসিজ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মাখন আঁকুড়ে, রাজীব সাম, তিথি সাম, পার্থ ব্যানার্জী, সেখ হাকিম প্রমুখ।
Like Us On Facebook