অজয় নদের বালি পাচার রুখতে গিয়ে সাতকাহনিয়ায় কাঁকসার বিএলআরও সিদ্ধার্থ মজুমদার সহ প্রশাসনিক আধিকারিকদের বুধবার আক্রান্ত হওয়ার ঘটনায় পুলিশি অভিযানে কাঁকসা থানার পুলিশ সাত জনকে আটক করে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করল।

বুধবার গোপন সুত্রে খবর পেয়ে কাঁকসার বিএলআরও সিদ্ধার্থ মজুমদার সহ দপ্তরের অন‍্যান‍্য আধিকারিকরা কাঁকসার সাতকাহনিয়ায় বালি পাচারকারিদের গাড়ি আটক করতে গেলে বালি পাচারকারিরা প্রশাসনিক আধিকারিকদের লাঠি, রড ইত্যাদি দিয়ে বেধড়ক মারধর করে। আধিকারিকদের গাড়ির বনেট ভেঙে পাচারকারিরা আগুন ধরাতে উদ্যত হয় বলে অভিযোগ। কোন রকমে প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে বাঁচেন আধিকারিকরা। সকলেই কম-বেশি আহত হন। পুলিশ খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকদের উদ্ধার করে। এরপরেই অভিযোগ পেয়ে বুধবার থেকেই পুলিশ অভিযান চালিয়ে ৭ জন বালি পাচারকারিকে গ্রেফতার করে। তাদের বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করলে আদালত ৭ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

বালি চুরি রুখতে গিয়ে আক্রান্ত কাঁকসার বিএলআরও সহ আধিকারিকরা

Like Us On Facebook