বাড়ির ভিতর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম সোমেশ্বর সু(৭২)। বাড়ি পূর্ব বর্ধমানের মেমারির মায়েরকোল পাড়ায়। বৃদ্ধ বাড়িতে রাতে একাই শুয়ে ছিলেন রোজকার মত। মঙ্গলবার সকালে বাড়ির ভিতর থেকে ধোঁয়া ও আগুন জ্বলতে দেখেন বৃদ্ধের ভাইপো ও প্রতিবেশীরা। খবর দেওয়া হয় দমকলে। ততক্ষণে অবশ্য বৃদ্ধের শোয়ার ঘর পুড়ে কার্যত ছাই হয়ে গেছে। আগুন নিভিয়ে বৃদ্ধের পোড়া দেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা ও পরিবারের অনুমান বিদ্যুতের শটসার্কিট থেকেই আগুন লেগেছে বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে চলাফেরার শক্তি হারিয়ে ছিলেন সোমেশ্বরবাবু। তাঁর দাদা ও ভাইপো তাঁকে দেখাশোনা করতেন। প্রতিদিনের মত সোমবার রাতেও ঘরে একাই ছিলেন সোমেশ্বরবাবু। মঙ্গলবার সকালে সোমেশ্বরবাবুর ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা দমকলে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। পুলিশ বৃদ্ধের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।