কাঁকসার দোমরায় কুনুর নদীর ব্রিজে ফের দেখা দিয়েছে ফাটল। খবর পেয়েই সোমবার আধিকারিকদের ব্রিজ পরিদর্শনে পাঠান দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা। এরপর মঙ্গলবার তিনি নিজেই ব্রিজ পরিদর্শন করলেন। সঙ্গে ছিলেন কাঁকসার জয়েন্ট বিডিও শওকত আলি।
উল্লেখ্য, এবছর জানুয়ারি মাসে প্রথম কুনুর নদীর ব্রিজের বেহাল দশা নজরে আসে প্রশাসনের। এরপর বেশ কিছুদিন ভারী যান চলাচল বন্ধ রেখে মেরামত করা হয় ব্রিজ। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ব্রিজ মেরামতির পর ফের শুরু হয় স্বাভাবিক যান চলাচল। চার মাসের মধ্যেই ফের ব্রিজে ফাটল দেখা দিল। সোমবার সেচ দফতরের ইঞ্জিনিয়াররা ব্রিজ পরিদর্শন করেছেন। শীঘ্রই তাঁরা ব্রিজের বর্তমান অবস্থা নিয়ে রিপোর্ট দেবেন বলে জানা গেছে। তার আগেই মঙ্গলবার কাঁকসার জয়েন্ট বিডিও শওকত আলিকে সঙ্গে নিয়ে দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা ব্রিজ পরিদর্শন করে গেলেন।
এদিন ব্রিজ পরিদর্শন করে মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বর্ধমান ডট কমকে বলেন, কুনুর নদীর ব্রিজে একটা ফাটল দেখা দিয়েছে। সোমবার ইঞ্জিনিয়াররা দেখে গেছেন। তাঁদের রিপোর্ট পেলেই প্রয়োজনীয় মেরামতির কাজ শুরু করা হবে। ব্রিজের ফাটল যাতে না বাড়ে সেইজন্য ভারী যান চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করা হতে পারে। রিপোর্ট হাতে এলেই এব্যপারে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সরকারের কাছে একটা নতুন ব্রিজের জন্য প্রজেক্ট রিপোর্ট পাঠানো হয়েছে। নতুন ব্রিজ না হওয়া পর্যন্ত এটাকেই মেরামত করে কাজ চালাতে হবে।