জাতীয় সড়কে স্করপিওর ধাক্কায় মৃত সাইকেল আরোহী। রবিবার আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির বামনা মোড়ে ঘটে দুর্ঘটনা। মৃতের নাম রবীন সূত্রধর (৩৫)। সবনপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সবনপুর গ্রামের বাসিন্দা রবীন সূত্রধর বামনা মোড়ে সাইকেল নিয়ে জাতীয় সড়ক পারাপার করতে গেলে একটি দ্রুতগতির স্করপিও রবীনবাবুকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তিনি গুরুতর জখম অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। আহতকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে পাঠায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ওই হাসপাতালে আহতকে ভর্তি করতে গেলে প্রথমে টাকা জমা দেওয়ার কথা বলা হয়। আহতের বাড়ির লোকজন টাকা আনতে গেলে চিকিৎসকরা রবীনবাবুকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এরপর উত্তেজিত জনতা ওই হাসপাতালে ভাঙচুর চালায় এবং বিক্ষোভ দেখায় বলে অভিযোগ।