পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্প ‘স্বাস্থ্য সাথী’র সুবিধা মিলছে দুর্গাপুরের বিবেকানন্দ হাসপাতালে। স্বাস্থ্য সাথী প্রকল্পের উপভোক্তারা সরকারি ও সরকারি তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে দেড় থেকে পাঁচ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন। সিভিক পুলিশ ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ভলান্টিয়ার, হোমগার্ড, অঙ্গনওয়াড়ি কর্মী, পৌরসভা, অর্থ দফতরের অন্তর্গত ঠিকাকর্মীও চুক্তিবদ্ধ কর্মী, সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা স্বাস্থ্য সাথী স্মার্টকার্ড পেতে পারেন।

দুর্গাপুরে স্বাস্থ্য সাথী স্মার্টকার্ড বিতরণের কাজ চলছে জোরকদমে। দুর্গাপুরের বিবেকানন্দ হাসপাতাল পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে স্বাস্থ্য সাথী স্মার্টকার্ড হোল্ডারদের ক্যাশলেস চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য। এই হাসপাতালে দেড় থেকে পাঁচ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন স্বাস্থ্য সাথী স্মার্টকার্ড হোল্ডাররা। বিবেকানন্দ হাসপাতাল ঝাড়খন্ড সরকারের সঙ্গেও চুক্তবদ্ধ হয়েছে ওই রাজ্যের বিপিএল কার্ডধারীদের ক্যাশলেস চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য।

বিবেকানন্দ হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বর্ধমান ডট কমকে বলেন, “মানুষের সেবায় বিবেকানন্দ হাসপাতাল উৎসর্গীকৃত। ইএসআই ছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও ঝাড়খন্ড সরকারের বিপিএল তালিকাভুক্তদের সুচিকিৎসার জন্য এই হাসপাতালে সুবন্দোবস্ত আছে।”