বুধবার ভোর রাত থেকে অভিযান চালিয়ে ১৪টি বেআইনী বালি বোঝাই লরি আটক করল কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের উপর বীরভূম থেকে বেআইনিভাবে বালি বোঝাই লরিগুলি পানাগড়ের দিকে আসার সময় কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা লরিগুলিকে দাঁড় করাতে গেলে পুলিশকে দেখে লরির চালক ও খালাসিরা পালানোর চেষ্টা করে। বেআইনীভাবে লরিতে করে বালি পাচারের অভিযোগে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ ৮ জন লরি চালককে গ্রেপ্তার করলেও বাকিরা ঘটনাস্থল থেকে লরি ছেড়ে পালিয়ে যায়। বুধবার বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া ৮ জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।

Like Us On Facebook