রাজ্য সরকারের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে শনিবার বর্ধমান টাউন হলে পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে তিন দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠান ‘একতাই সম্প্রীতি’ মেলা ও প্রদর্শনীর সূচনা হল। মেলা চলবে ১২ জুন পর্যন্ত। মেলার উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি এদিন বলেন, গত ৬ বছরে রাজ্যে সরকার জনসাধারণের কল্যাণ তথা উন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্প গ্রহণ করেছে তাই তুলে ধরা হচ্ছে এই প্রদর্শনীতে।

উল্লেখ্য, সম্প্রতি বর্ধমানের এই টাউনহলেই মোদী সরকারের ৩ বছরে পূর্তি উপলক্ষে ‘মোদী মেলা’ অনুষ্ঠিত হয়। এদিন রাজ্য সরকারের এই একতাই সম্প্রীতি মেলার শুরুতেই ভিড় ছিল চোখে পড়ার মত। অন্যান্যদের মধ্যে এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার সাংসদ মমতাজ সংঘমিতা, বিধায়ক অলোক মাঝি, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) রত্নেশ্বর রায় প্রমুখ। বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী জানিয়েছেন, দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। একটিতে থাকছে একতাই সম্প্রীতি। অন্যটিতে থাকছে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড। থাকছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ২০ টি স্টলও। মেলা প্রাঙ্গণে প্রতিদিনই আয়োজন করা হয়েছে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও।

Like Us On Facebook