মঙ্গলবার স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার (সেল) চেয়ারম্যান পিকে সিং দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) পরিদর্শনে আসেন। সঙ্গে ছিলেন টেকনিক্যাল ডিরেক্টর রামন ও কমার্শিয়াল ডিরেক্টর সোমা মন্ডল। পরিদর্শনে এসে পিকে সিং ডিএসপি’র কর্মীদের সঙ্গে এক আলোচনা চক্রে মিলিত হন। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, পণ্য উৎপাদনের পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে সংস্থাকে এগিয়ে দিতে বাজারের চাহিদা অনুযায়ী উচ্চ গুণমানের পণ্য উৎপাদন করতে হবে। তিনি আরও বলেন, ডিএসপি বিশ্বমানের যে স্ট্রাকচারাল স্টিল পণ্য উৎপাদন করে, দেশের পরিকাঠামো শিল্পে তার চাহিদা বাড়ছে। পাশাপাশি বৈদেশিক বাজারে চাহিদা অনুযায়ী রপ্তানির দিকেও নজর রাখছে সেল। তিনি কর্মীদের উৎসাহ দিয়ে বলেন, সংস্থার লক্ষ্যকে সামনে রেখে ডিএসপির অত্যাধুনিক প্ল্যান্টের যথোপুযুক্ত ব্যবহার করে কর্মীরাই পারেন সংস্থাকে এক বিশেষ উচ্চতায় উন্নীত করতে।