মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ৪০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম-কাটোয়া রোডের ননগর মোড় এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণেই দ্রুতগতির বসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। নাম বা পরিচয় জানা না গেলেও ঘটনায় এখন পর্যন্ত ১ জন যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বাসের প্রায় ৪০জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে কাটোয়া হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেল ৪টা নাগাদ দধিয়া–কাটোয়া ভায়া পাঁচুন্দি রুটের একটি যাত্রীবাহী বাস ননগর মোড়ের কাছে আসতেই যাত্রী সহ বাসটি রাস্তার উপরে উল্টে যায়। বাসের নীচে অনেকে আটকে পড়েন। স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আহত যাত্রীদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায়। পরে বেশ কয়েকজনকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়।