দুর্গাপুরে সগড়ভাঙায় বিজেপির সভাকে ঘিরে শাসক-বিরোধী তরজার ছায়া এবার উখরার শ্যামসুন্দরপুর কোলিয়ারি এলাকায়। ১৫ নভেম্বর শ্যামসুন্দরপুর কোলিয়ারি এলাকায় বিজেপির একটি জনসভা আয়োজনের কথা চলছে। ওই সভায় বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় উপস্থিত থাকার কথা। এই সভাকে ঘিরে এখন থেকেই তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে।

কোলিয়ারির তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন কেকেএসসি ওই মাঠে একই দিনে একটি সভা করার কথা ঘোষণা করেছে। মাঠটি ইসিএল কর্তৃপক্ষের। অবশ্য ইসিএল কর্তৃপক্ষ কোন পক্ষকেই সভা করার অনুমতি দেয় নি বলে জানা গেছে। এদিকে দুর্গাপুর মহকুমা প্রশাসনের তরফেও এখনও কোন পক্ষকেই সভা করার অনুমতি দেওয়া হয়নি বলে জানা গেছে। এরইমধ্যে দুই যুযুধান দলই রাজনৈতিক দড়ি টানাটানি শুরু করে দিয়েছে।

বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সহ-সভাপতি ঘনশ্যাম রাম বলেন, ‘ভয় পেয়ে শাসকদল বিজেপির সভা বানচাল করতে মাঠে নেমে পড়েছে। তৃণমূল কংগ্রেসের সেই ইচ্ছা আমার কোন মতেই পূর্ন হতে দেব না। প্রশাসনিক অনুমতি পাই বা না পাই ওই দিন বিজেপি সভা করবেই ওই স্থানে।’ তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন কেকেএসসি সভাপতি দূর্গাদাস মজুমদার বলেন, ‘আমরা ইসিএলের ওই মাঠে সভা করবো না, কিন্তু বিজেপিকে সভা করার অনুমতি দিলে আমরাও ওই স্থানে সভা করবোই।’ যুযুধান দুই রাজনৈতিক দলের দড়ি টানাটানিতে সগড়ভাঙার পর ফের সরগরম উখরার শ্যামসুন্দরপুর কোলিয়ারি এলাকা।

Like Us On Facebook