বুধবার সকালে এক অবিবাহিত মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন সৃষ্টি হল পূর্ব বর্ধমানের ভাতাড়ে। মৃতার নাম মানবী বাগদি (৩৪)। বাড়ি ভাতাড়ের মোহনপুর গ্রামের বাউরি পাড়ায়। বুধবার সকালে বাড়ির কাছেই একটি পুকুর পাড়ে ঝোপে দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পুলিশে খবর দিলে ভাতাড় থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
মৃতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যার সময় বাড়ি থেকে বেড়িয়ে যায় মানবী। কিন্তু তারপর আর বাড়ি ফেরে নি। তার খোঁজে গোটা এলাকায় খোঁজখবর চালানো হলেও পাওয়া যায়নি। এরপর বুধবার সকালে স্থানীয় একটি পুকুরের পাড়ে ঝোপের পাশে তার মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কিভাবে এই মৃত্যু তা নিয়ে পরিবার কিছু জানাতে পারেনি। ভাতাড় থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
Like Us On Facebook