গুসকরার বাসিন্দা রাজু বাগদি ট্রাকে খালাসির কাজ করেন। কাঁকসা থানার অন্তর্গত রূপগঞ্জে ট্রাকে ধান লোড করার পর ট্রাকের ডালা আটকাতে শাবল দিয়ে চাপ দিচ্ছিলেন। হঠাৎ করে পা পিছলে ট্রাক থেকে পড়ে গেলে সেই শাবল রাজু বাগদির পায়ু দ্বারের পাশ দিয়ে ঢুকে সোজা পেটে চলে যায়।
রক্তাক্ত অবস্থায় রাজু বাগদিকে দুর্গাপুরের মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা রাজু বাগদিকে ঝুঁকিপূর্ণ অপারেশনের সিদ্ধান্ত নেন। শুক্রবারই রাজুবাবুর অপারেশনের পর চিকিৎসক তারাশঙ্কর ঘোষ বলেন, রাজুবাবুর পায়ু দ্বারের পাশ দিয়ে শাবলটি পেটে ঢুকে গিয়েছিল। খুবই ঝুঁকিপূর্ণ অপারেশন ছিল। অপারেশন সফল হয়েছে। রোগীর অবস্থা স্থিতিশীল।
Like Us On Facebook