মশাবাহিত ডেঙ্গি রোগ নির্ধারণের জন্য দুর্গাপুর নগর নিগমে এল এলাইজা পদ্ধতিতে ডেঙ্গি পরীক্ষার মেশিন। দুর্গাপুর নগর নিগম সূত্রে জানা গেছে মেয়র অপূর্ব মুখার্জী, স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ লাভলি রায় আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের হাতে এই মেশিন তুলে দেবেন। এতদিন বেসরকারি হাসপাতালগুলির হাতেই এলাইজা পদ্ধতিতে ডেঙ্গি নির্ধারণের মেশিন ছিল, ফলে মশাবাহিত রোগ নির্ধারণের জন্য ওই সমস্ত হাসপাতালগুলির ব্যায়বহুল পরীক্ষার উপরই নির্ভরশীল ছিল দুর্গাপুরবাসী। তাছাড়া দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগীদেরও ডেঙ্গি নির্ধারণের জন্য বর্ধমান হাসপাতালে রেফার করা হত। যার ফলে সময় নষ্টের সঙ্গে সঙ্গে রোগীর সঠিক চিকিৎসা পেতে বিলম্ব হত। গত কয়েক বছরে দুর্গাপুরে মশাবাহিত রোগের প্রকোপ ব্যাপক হারে বেড়েছে। ডেঙ্গিতে কয়েকজন মারা যাওয়ার পর ডেঙ্গির আতঙ্ক বাসা বেঁধেছে দুর্গাপুরবাসীর মনে।

দুর্গাপুর নগর নিগম সূত্রে জানা গেছে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ শশী পাঁজা দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ লাভলি রায়ের আবেদনে সাড়া দিয়ে দুর্গাপুর নগর নিগমকে এই মেশিন প্রদান করেন। দুর্গাপুর নগর নিগমের মেয়র অপূর্ব মুখার্জী বলেন,”সম্পূর্ণ বিনামূল্যে মশাবাহিত বিভিন্ন রোগ নির্ণয় ছাড়াও হরমোন ও অন্যান্য কিছু রক্তের পরীক্ষা করা হবে এই মেশিনে। দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ লাভলি রায় বলেন,” দুর্গাপুরবাসীর জন্য এলাইজা পদ্ধতিতে ডেঙ্গি পরীক্ষার মেশিনের প্রয়োজনীয়তার কথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ শশী পাঁজাকে জানাই। উনি মূখ্যমন্ত্রীকে জানানোর পরই মূখ্যমন্ত্রী আমাদের আবেদন মঞ্জুর করেন। এবার থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালেই এলাইজা পদ্ধতিতে ডেঙ্গি পরীক্ষা করা যাবে।”