গতকাল রাত ১১টা নাগাদ দুর্গাপুর পেট্রল পাম্পে দুষ্কৃতী হানা, দুষ্কৃতীর গুলিতে এক পেট্রল পাম্প কর্মীর মৃত্যু। ঘটনার তদন্তে কোকওভেন থানার পুলিশ।

dgp-pump-robberyস্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে দুর্গাপুর গ্যামন ব্রীজ-এর কাছে একটি পেট্রল পাম্পে স্থানীয় এক দুষ্কৃতি হানা দেয়। রাত হওয়ার সুযোগে স্থানীয় এক দুষ্কৃতী রিভলবার নিয়ে জোরপূর্বক পাম্পের ক্যাশ কাউন্টারের জানালার কাঁচ ভেঙ্গে ক্যাশ বাক্স-এ গচ্ছিত টাকা লুট করে। পেট্রল পাম্প-এর পক্ষ থেকে জানান হয় দুষ্কৃতি প্রায় লক্ষাধিক টাকা নিয়ে পালায়। দুষ্কৃতি বাইক নিয়ে পালাবার সময় পাম্প কর্মী মদন চৌহান বাধা দিতে গেলে দুষ্কৃতি তাকে লক্ষ্য করে তিনটি গুলি চালায়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মদন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং দুষ্কৃতি বাইক নিয়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ দ্রুত পেট্রল পাম্পে পৌঁছায়। পেট্রল পাম্পের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় কোকওভেন থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পেট্রল পাম্পের সিসিটিভিতে সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়েছে। জানা গেছে ওই দুষ্কৃতির নাম দীপক সাউ। দীপক সাউ-এর নামে একাধিক অপরাধের কেস রয়েছে। দুষ্কৃতির খোঁজে পুলিশ রাতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়।

পেট্রল পাম্পের মালিক বলেন,”দীপক সাউ নামে স্থানীয় এক দুষ্কৃতি রিভলবার নিয়ে ডাকাতির উদ্দেশ্যে পেট্রল পাম্পে ঢুকে অন্যান্য স্টাফদের ভয় দেখিয়ে ক্যাশ কাউন্টারের জানালার কাঁচ ভেঙ্গে ক্যাশ বাক্স থেকে প্রায় এক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। মদন চৌহান নামে এক পাম্প কর্মী বাধা দিতে গেলে তাকে তিনটি গুলি চালিয়ে হত্যা করে। কোকওভেন থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে”।

পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাত ১১টা নাগাদ পেট্রল পাম্পে এক দুষ্কৃতি হানা দেয়, দুষ্কৃতির গুলিতে এক পেট্রল পাম্প কর্মীর মৃত্যু হয়। দুষ্কৃতির পরিচয় জানা গেছে, তার নাম দীপক সাউ। দুষ্কৃতি ৫০,০০০ টাকা লুঠ করে। ময়নাতদন্তের জন্য মৃতের দেহ মহকুমা হাসপাতালে পাঠান হয়েছে।