আবার প্রকাশ্য দিবালোকে সোনা বন্ধকী সংস্থায় দুঃসাহসিক ডাকাতি। ঘটনাটি ঘটেছে আসানসোলের হীরাপুর থানার কোর্ট মোড়ে মুথুট ফিনান্স কোম্পানির অফিসে। নগদ কয়েক লক্ষ টাকা ও প্রচুর সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দল।
জানা গেছে, শনিবার সকালে আসানসোলের মুথুট ফিনান্সের কোর্ট মোড়ের অফিস খোলার সময় মুখোশধারী কয়েকজন দুষ্কৃতী অফিসে হানা দেয়। নিরাপত্তারক্ষী ও সংস্থার অন্যান্য কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভল্টের চাবি খুলে গচ্ছিত নগদ টাকা ও বন্ধক রাখা প্রচুর সোনার গয়না নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হীরাপুর থানার পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ। সংস্থার অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ডাকাত দলের খোঁজে পুলিশ জোর তল্লাশি শুরু করেছে বলে জানা গেছে। অপরদিকে এই ডাকাতির পর সংস্থার গ্রাহকরা তাঁদের জমা রাখা সোনার ব্যাপরে দুঃশ্চিন্তায় পড়েছেন।
উল্লেখ্য, ৫ জুন বিকেলে মণপ্পুরম গোল্ড লোন সংস্থার ভিড়িঙ্গী শাখায় দুঃসাহসিক ডাকাতি হয়। ডাকাত দল সংস্থার অফিসে ঢুকেই সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মী ও গ্রাহকদের বাথরুমে ঢুকিয়ে দেয়। তারপর ভল্ট থেকে সোনার গয়না ও টাকা নিয়ে চম্পট দেয়। ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি দিনে দুপুরে মুথুট ফিনান্সের দুর্গাপুর শাখায় ডাকাতি হয়। ডাকাত দল প্রায় ৩৬ কেজি সোনার গয়না ও বেশ কিছু নগদ টাকা নিয়ে চম্পট দেয়। গত সেপ্টেম্বর মাসে দুর্গাপুর আদালত মুথুট ফিনান্সে ডাকাতির ঘটনায় যুক্ত ৬ জন আসামিকে ১৪ বছরের জেল ও ৫০,০০০ টাকা জরিমানার সাজা শোনায়।