পানীয় জল বলতে গ্রামে খান দু’য়েক চাপা কল ছিল। সারা বছর গ্রামের বাসিন্দাদের ওই চাপা কলের উপরই নির্ভরশীল থাকতে হত। সেই সমস্যা থেকে মুক্তি দিতে এগিয়ে এসেছে পঞ্চায়েত সমিতি। সম্প্রতি পূর্ব বর্ধমানের সিংহপুর গ্রামে চালু হয়েছে সৌর বিদ্যুৎ চালিত পানীয় জল প্রকল্প। গ্রামের ১৩৫টি পরিবারের বসবাস। এখন সকলেই এই পানীয় জল প্রকল্পের অর্ন্তভুক্ত।

সৌর বিদ্যুৎ ব্যবহারের ফলে একদিকে যেমন বিদ্যুৎ বিল লাগবে না। তেমনই প্রতিদিনের খরচ অনেকটাই কমে যাবে। তবে বর্ষাকালে বা যেদিন রোদ উঠবে না সেই জন্য পাশাপাশি বিদ্যুতের সংযোগও আছে। মোট ১৪টি সৌর প্যানেল আছে। যা দিয়ে পর্যাপ্ত বিদ্যুৎ পাওয়া যাবে। প্রতিদিন গ্রামবাসীদের তিনবার করে জল দেওয়া হবে। এই প্রকল্পে খুশি গ্রামবাসীরাও। বিশেষভাবে খুশি সিংহপুর গ্রামের মহিলারা। তাঁরা জানান গ্রীষ্মকালে পানীয় জলের চরম সমস্যা হত। মাঠে চাষের জন্য শ্যালো ও সাবমার্সিবল পাম্প চলার জন্য চাপা কলে জল উঠত না। কিন্তু এখন আর সমস্যা নেই। প্রয়োজনীয় পানীয় জল মিলবে।

Like Us On Facebook