আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির মিঠানি ও রানিসায়ের গ্রামের মানুষ ও বাসকর্মীরা একসাথে আসানসোল-চিনাকুড়ি রাস্তা মেরামতির দাবিতে কুলটির রানিসায়ের মোড়ে ৩ ঘন্টা রাস্তা অবোরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তা সারাইয়ের জন্য বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও কোন লাভ হয় নি। তাই বুধবার স্থানীয় বাসিন্দা ও বাসকর্মীরা রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ মানুষজনকে বুঝিয়ে অবরোধ তুলতে ব্যর্থ হয়। এরপর কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি ও তৃণমূলের তিন কাউন্সিলর এসে রাস্তা মেরামতির আশ্বাস দিলে অবরোধ ওঠে।
Like Us On Facebook