পথ দুর্ঘটনায় এক ব্যাক্তির মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো দুর্গাপুরে। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করলে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। দিন কয়েকের মধ্যে সমস্যা ও ক্ষতিপূরণ মেটানোর আশ্বাস মেলার পর ওঠে অবরোধ।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ প্রতিদিনের মতোই কাজ সেরে বাড়ি ফিরছিলেন নিরঞ্জন সিং(৪৫)। দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অধীন ডিভিসি মোড়ে ২ নম্বর জাতীয় সড়ক ধরে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহী নিরঞ্জন সিংকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর উত্তেজিত জনতা ডিভিসি মোড় সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেন। প্রায় ঘন্টা খানেক চলে এই অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আসানসোল-দুর্গাপুর পুলিশের পদস্থ কর্তারা, ছুটে আসেন এসিপি দুর্গাপুর জোন ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে কোনোক্রমে সামাল দেয় পরিস্তিতির, একটা সময় উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে ধরে শুরু করে তুমুল বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, এক বছরের ব্যাবধানে এই ডিভিসি মোড় এলাকায় দুর্ঘটনায় প্রায় আট জনের মতো মৃত্যু হয়েছে। পুলিশকে বারবার বলার পরও কোনোরকম সমস্যার সমাধান হয়নি। তাঁরা অবিলম্বে ডিভিসি মোড়ে ফ্লাই ওভারের দাবি জানান। গোটা ঘটনায় ডিভিসি মোড় থেকে দুর্গাপুর স্টেশন রোড অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ স্থানীয়দের দাবি মেটানোর আশ্বাস দিলে অবরোধ ওঠে।

Like Us On Facebook