বাংলা ও ঝাড়খন্ডে বৃষ্টিপাতের জেরে দুর্গাপুর ব্যারেজ থেকে নিয়মিত ছাড়া হচ্ছে জল। জলের চাপে ফুঁসছে দামোদর নদ। আর তারই মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে চলছে নৌকায় পারাপার। কাঁকসার সিলামপুর থেকে বাঁকুড়া যাওয়ার সহজ উপায় এই নদীপথ। কাঁকসার সিলামপুর থেকে নৌকায় করে চলছে নিত্যদিন যাতায়াত। সাইকেল, মোটর সাইকেল নিয়ে সাধারণ মানুষ কোনরকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই নৌকায় করে কাঁকসা থেকে বাঁকুড়া এবং বাঁকুড়ার মানুষ পশ্চিম বর্ধমানের কাঁকসায় আসছেন। প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে যাতায়াত চলছে সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ক্যামেরার সামনে নৌকার মাঝিরা কোন কথা না বলতে চাইলেও তাঁরা জানিয়েছেন ৫০ টাকার বিনিময়ে মোটর সাইকেল আরোহীদের তাঁরা দুই জেলার মধ্যে দামোদর নদের উপর দিয়ে পারাপার করাচ্ছেন। যাত্রীরা জানিয়েছেন, দুই জেলার মধ্যে যাতায়াতের সহজ এবং কম খরচের রাস্তা এটি। বাঁকুড়ার মানুষকে পশ্চিম বর্ধমানে এবং পশ্চিম বর্ধমানের মানুষকে বাঁকুড়া যেতে গেলে যে পরিমাণ সময় লাগবে এবং ঘুরপথে যে খরচ হবে তার থেকে অনেকটাই সস্তায় তারা যাতায়াত করেন এই নদীপথ দিয়ে। তবে জীবনের ঝুঁকি থাকলেও বাধ্য হয়েই তাঁদের যেতে হচ্ছে এই ভাবেই।

Like Us On Facebook