কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরের ইজ্জতগঞ্জের ডিফেন্স কলোনিতে শেষমেশ দুর্গাপুর মহকুমা প্রশাসনের তৎপরতায় ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার সুবোধ মজুমদার তাঁর হকের ৬ বিঘা ১০ কাঠা জমির দখল পেলেন রবিবার। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার সুবোধ মজুমদারের হকের জমির দখলদার উচ্ছেদ করে জমির দখল ফিরিয়ে দেবার নির্দেশ দেন পুলিশ আধিকারকদের।
রবিবার দুর্গাপুর মহকুমা প্রশাসনের তৎপরতায় সেই জমি ফেরৎ পান সুবোধ মজুমদার। ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার সুবোধ মজুমদার চাকরি করা কালীন ডিফেন্স কোটায় কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরের ইজ্জতগঞ্জের ডিফেন্স কলোনিতে ৬ বিঘা ১০ কাঠা জমি নেন। অবসর গ্রহণের পর সস্ত্রীক সুবোধ মজুমদার ত্রিলোকচন্দ্রপুরের ইজ্জতগঞ্জে ডিফেন্স কলোনিতে থাকার মনস্থির করেন। কিন্তু অবসর গ্রহণের পর যখন দুর্গাপুরে আসেন তখন দেখেন ওই জমি বেদখল হয়ে রয়েছে। সস্ত্রীক সুবোধ মজুমদার এই অপ্রত্যাশিত ঘটনায় মানসিক ভাবে ভেঙে পড়েন। ইতিমধ্যে সুবোধ মজুমদার অসুস্থ হয়ে পড়েন। সুবোধবাবুর স্ত্রী রীতা মজুমদার জমির দখল পেতে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘোরেন। কয়েন দিন আগে বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই প্রশাসনের কড়া মনোভাবে রবিবার বিশাল পুলিশ বাহিনী গিয়ে প্রাক্তন সেনার জমি দখলমুক্ত কর। জমিটি দখল মুক্ত হতেই রীতা মজুমদার দুর্গাপুর মহকুমাশাসক শঙ্খ সাঁতরা সহ দুর্গাপুর মহাকুমা প্রশাসন, সংবাদ মাধ্যম ও পুলিশ আধিকারিকদের ধন্যবাদ জানান।