নতুন সাজে সজ্জিত হয়ে যাত্রা শুরু করল আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেস। সোমবার সকালে আসানসোল স্টেশনে পুর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম পিকে মিশ্র সবুজ পতাকা নাড়িয়ে নব সাজে সজ্জিত ইন্টারসিটির যাত্রার শুভ সূচনা করলেন।
জানা গেছে, গত প্রায় এক মাস ধরে একটু একটু করে সেজে উঠছিল আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি। দিনের বেলায় যাত্রী পরিবহণের পর রাতে ট্রেনটি কারশেডে ফিরলে রেলের ক্যারেজ অ্যান্ড ওয়াগন বিভাগের কর্মীরা যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে এবং প্রিমিয়াম লুক দিতে রাতভর ট্রেনটির ভোল বদলের কাজ করেছেন।
নতুনভাবে কামরা গুলিকে রঙ করার পাশাপাশি লাগানো হয়েছে এলইডি লাইট, নতুন ফ্যান, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সিটগুলিও বদলে ফেলা হয়েছে ইন্টারসিটির। বসানো হয়েছে আধুনিক বায়ো টয়লেট। মেঝেয় পাতা হয়েছে বিশেষ ধরণের ম্যাট। কামরাগুলির ভিতরের অংশ বিভিন্ন ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। ছবিতে আসানসোলের বিভিন্ন দ্রষ্টব্য স্থানের পাশাপাশি জায়গা পেয়েছে আসানসোল ডিভিশনের রেলের বিভিন্ন উল্লেখযোগ্য ছবি।
জানা গেছে, কয়েকমাস আগে ইন্টারসিটি ট্রেনে কলকাতা যাচ্ছিলেন ডিআরএম পিকে মিশ্র। তখন যাত্রীদের সঙ্গে কথা বলে এই ট্রেনের খারাপ শৌচালয় থেকে ভাঙা ফ্যান, ছেঁড়া সিট সহ নানান সমস্যার কথা জানতে পারেন ডিআরএম। এরপরই তিনি আসানসোলে ফিরে সহকর্মীদের সঙ্গে বসে এই ট্রেনের খোল নলচে বদলানোর পরিকল্পনা করেন। আগামী দিনে আসানসোল ডিভিশনের আরও বেশ কিছু ট্রেনকে এইভাবে নতুন করে সাজিয়ে তোলা হবে বলে জানিয়েছেন ডিআরএম পিকে মিশ্র।