সরকারি বিধি নিষেধ ও শ্রমনীতিকে তোয়াক্কা না করে কাঁকসার এক পাথর পেষাই কারখানা কর্তৃপক্ষ দূষণ বিধি না মেনে পাথর পেষাই করায় শ্রমিকদের ফুসফুসের সংক্রমণে মৃত্যু মিছিল লেগেই রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। একই ভাবে শুক্রবার স্থানীয় ত্রিলোকচন্দ্র পুরের সুধাময় বাউরি (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু ঘটায় শ্রমিক পরিবারের লোকজন সহ কারখানার কর্মীরা মৃতের দেহ কারখানার গেটের সামনে রেখে বিক্ষোভ দেখায়। বিক্ষোভরত কর্মীদের অভিযোগ শ্রমিক নীতির তোয়াক্কা না করে এখানের কারখানায় উৎপাদন হচ্ছে। শ্রমিকদের দেওয়া হচ্ছে না মাস্ক, গ্লাভস্, হেলমেট সহ প্রয়োজনীয় পোশাক ও চিকিৎসা। ফলে ফুসফুসের সংক্রমণে শ্রমিকদের মৃত্যু মিছিল লেগেই রয়েছে। শ্রমিকরা প্রয়োজনীয় ক্ষতিপূরণের দাবিতে অনড় মনোভাব নেওয়ায় কা়ঁকসা থানার পুলিশের মধ্যস্থতায় কারখানার মালিক পক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় পরে বিক্ষোভ উঠে যায়।

Like Us On Facebook