রেশনে সরকারের বরাদ্দকৃত চাল ও আটার চেয়ে গ্রাহকদের কম পরিমাণে খাদ্যশস্য সরবরাহ করার অভিযোগে গ্রেফতার হলেন রেশন ডিলার। বাতিল করা হল তাঁর ডিলারশিপও। খন্ডঘোষের আমড়াল গ্রামের ঘটনা।

গ্রামবাসীদের অভিযোগ, আমড়াল গ্রামের রেশন ডিলার অরুপ রুদ্র বরাদ্দকৃত চাল ও আটার চেয়ে গ্রাহকদের কম পণ্য দিচ্ছিলেন। অভিযোগের তদন্তে নেমে খন্ডঘোষ থানার পুলিশ অরুপ রুদ্রকে গ্রেফতার করে। খাদ্য নিয়ামকও তদন্ত শুরু করেন। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তাঁর ডিলারশিপ বাতিল করে দেওয়া হয়।

লকডাউনের কারণে মানুষের রুজিরুটি বন্ধ। রেশন থেকে প্রাপ্ত খাদ্যশস্যই ভরসা একটা বড় সংখ্যক মানুষের কাছে। সরকারও চেষ্টা করছে মানুষ যেন অভুক্ত না থাকে। রেশনে বিনামূল্যে অতিরিক্ত খাদ্যশস্য দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে, মানুষের এই দুঃসময়ে এক শ্রেণির রেশন ডিলার বরাদ্দকৃত খাদ্যশস্যের থেকে কম পরিমাণে সামগ্রী দিচ্ছেন বা রেশন দিতে টাকা নিচ্ছেন। এইসব রেশন ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আর্জি জানাচ্ছেন সাধারণ মানুষ।

Like Us On Facebook