বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে জাতীয় সড়কে গাড়ি উল্টে গেলেও বরাত জোরে প্রাণে বাঁচলেন রানীগঞ্জের সিআই পার্থ সারথি চক্রবর্তী ও তাঁর গাড়ির চালক। পুলিশ তিনজনকেই উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।

জানা গেছে, মঙ্গলবার সকালে রানীগঞ্জের সিআই পার্থ সারথি চক্রবর্তী তাঁর গাড়িতে জাতীয় সড়ক ধরে রানীগঞ্জ থেকে প্রয়োজনীয় কাজে দুর্গাপুর আসছিলেন। হঠাৎ করে অন্ডালের কাছে এক বাইক আরোহী তাঁর বাইকে কোন সমস্যার জন্য জাতীয় সড়কে এলোমেলো ভাবে বাইক চালাতে চালাতে ডিভাইডারের কাছে বাইকটি উল্টে যায়। উল্টে পড়া বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে দ্রুতগামী সিআই-এর গাড়িটি সোজা জাতীয় সড়কের ডিভাইডারের উপর উঠে গিয়ে উল্টে দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় সিআই পার্থ সারথি চক্রবর্তী সহ সিআই-এর গাড়ির চালক ও বাইক চালক বীরবল মাহাতো তিনজনই গুরুতর আহত হন। সিআই সহ তিনজনকেই পুলিশ উদ্ধার করে দুর্গাপুরে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় পুলিশ মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook