আগামী রবিবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে রাজনৈতিক সংঘর্ষে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম সেখ কামরুল(৫৫)। বাড়ি খণ্ডঘোষের ওয়াড়ির আলিপুর গ্রামে। রবিবার রাতে দুই বিবাদমান গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন জখম হয়। তাদের মধ্যে দুজনকে রাতেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে গুরুতর জখম সেখ কামরুলের মৃত্যু হয়।

মৃতের ভাইপো সেখ সারাবত বলেন, ‘কাকা প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল। রবিবার রাতে তৃণমূলের অন্য গোষ্ঠীর লোকজন বাঁশ, লাঠি নিয়ে কাকার উপর হামলা করে। তাকে বাঁচাতে গিয়ে কয়েকজন জখম হয়। তাদের মধ্যে গুরুতর জখম শ্রীপদ রায় ভর্তি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।’

সিপিএমের জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক বলেন, ‘মৃত সেখ কামরুল তাদের দলের সক্রিয় কর্মী। দীর্ঘদিন ধরে সে তাদের দলের সঙ্গেই যুক্ত আছে। গতকাল সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পরিকল্পিত ভাবে তাকে তৃণমূলের লোকেরা খুন করে। মৃতের দাদা সেখ নাসির সিপিএমের শাখা সম্পাদক।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অপার্থিব ইসলামও জানান, মৃত সেখ কামরুল সিপিএম কর্মী। টেলিফোনে তিনি বলেন, ‘সিপিএম ভোট প্রচারে গিয়ে তাদের দলের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এই নিয়ে ঝামেলার সৃষ্টি হয়।’ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে।

Like Us On Facebook