সহপাঠীর অস্বাভাবিক মৃত্যু। নিরপেক্ষ তদন্তের দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পথে নামল। গত ২ ডিসেম্বর বর্ধমানের সড়াইটিকর এলাকায় রেজাউল শেখ নামে এক ছাত্রের দেহ উদ্ধার হয় গলায় মাফলারের ফাঁস লাগানো অবস্থায়। রেজাউল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র এবং বর্ধমান থানায় সিভিক ভলেন্টিয়ার হিসাবে কর্মরত ছিল। ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ আত্মহত্যা বলে উল্ল্যেখ রয়েছে। কিন্তু রেজাউলের সহপাঠীরা এটা মানতে নারাজ।
বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা গোলাপবাগ ক্যাম্পাস থেকে নিরপেক্ষ তদন্তের দাবিতে মিছিল বের করে রাজবাটি চত্বরে পৌঁছায় এবং উপাচার্য্যের নিকট এক স্মারকলিপি পেশ করে। এরপর ওই মিছিল বি সি রোড হয়ে জেলাশাসক দপ্তরে পৌঁছায়। জেলশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলাশাসকের(শিক্ষা) কাছে তাদের স্মারকলিপি প্রদান করে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৌমিতা কর্ম্মকার বলেন,”আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সঠিক তদন্তের দাবিতে মিছিল বের করি কারণ আমাদের সহপাঠীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রশাসনের তরফ থেকে জাননো হয় এটা আত্মহত্যা। আমরা এটা আত্মহত্যা বলে মেনে নিতে পারছি না। তাই জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ করেছি সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবিতে। অতিরিক্ত জেলাশাসক আমাদের আশ্বাস দিয়েছেন যে সঠিক তদন্ত হবে।”