পান্ডবেশ্বরে শুরু হল সবলা মেলা। মঙ্গলবার প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন আসানসোল পৌর সভার মেয়র জিতেন্দ্র তিওয়ারি। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা প্রমুখ। মেলা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
রাজ্য সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে বর্ধমান জেলা প্রশাসনের সহযোগিতায় এই মেলার আয়োজন। জেলার বিভিন্ন ব্লক থেকে স্বনির্ভর গোষ্ঠী ও সনিযুক্ত গোষ্ঠীর মহিলারা এই মেলায় অংশ নিয়েছেন। নানা স্টলে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্পের সাহায্য নিয়ে হাতে গড়া বিভিন্ন দ্রব্য প্রদর্শন করা হয়েছে। তাতে জামাকাপড়, ব্যাগ, কাঠের আসবাব সহ নানা জিনিস বিক্রির জন্য রাখা আছে।
দুর্গাপুর তথ্য ও সংস্কৃতিক দপ্তর সূত্রে জানা গেছে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গন সকলের জন্য খোলা থাকবে। দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতিক দপ্তরের আধিকারিক শান্তনু চক্রবর্তী বর্ধমান ডট কমকে বলেন,” শিল্পীদের উৎসাহ দিতে এবং দর্শক ও ক্রেতাদের মনোরঞ্জনের জন্য প্রতিদিন বিকেলে মেলায় লোক সঙ্গীত ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”