২৬ মার্চ রামনবমীর মিছিলকে ঘিরে তৈরি হওয়া অশান্ত পরিবেশ কাটিয়ে উঠে সম্প্রীতির বাতাবরণ বজায় রাখার উদ্দেশ্য নিয়ে রানিগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন সুভাষ স্বদেশ ভাবনার ব্যবস্থাপণায় রানীগঞ্জের শিব মন্দির রোড লাগোয়া হাটতলা এলাকায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ রাখি বন্ধন উৎসবে মাতলো।
সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষা বন্ধন উৎসব নামের এই কর্মসূচিতে রানিগঞ্জের বিভিন্ন ক্লাব ও সংগঠনের সদস্যরা বিভিন্ন পেশায় যুক্ত মানুষজন শামিল হন। রামনবমীর মিছিলকে ঘিরে রানিগঞ্জের এই শিব মন্দির সংলগ্ন এলাকা অশান্ত হয়ে উঠেছিল। রানিগঞ্জের মানুষ চরম অশান্তিকে পিছনে ফেলে একে অপরের সাথে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার লক্ষ্যে এদিন রাখি বন্ধন উৎসব পালন করেন। সুভাষ স্বদেশ ভাবনার সদস্যরা এদিন রাখি বন্ধন কর্মসূচির মধ্যে দিয়ে এক মঞ্চ গড়ে দিনটির প্রাসঙ্গিকতা ও রাখি বন্ধনের মাধ্যমে সৌভ্রাতৃত্বের পরিবেশ বজায় রাখার লক্ষে একই মঞ্চে বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের আমন্ত্রিত করে তাঁদের রাখি পরিয়ে দেওয়ার সাথে মিষ্টিমুখ করান। সুভাষ স্বদেশ ভাবনার সদস্যরা রবিবার রানিগঞ্জ বাজার এলাকায় পৌঁছনো সকল সদস্যদের হাতে রাখি পরিয়ে দেওয়ার সাথে সাথে মানববন্ধন কর্মসূচিতে আবদ্ধ হন।