অফিস টাইমে ট্রেন চালু সহ অবলম্বে বর্ধমান-কাটোয়া ট্রেন রুটে ছয় জোড়া ট্রেন চালু করতে হবে এই দাবিতে মঙ্গলকোটের সাওতা স্টেশনে শুক্রবার রেল অবরোধ করলো নিত্যযাত্রীরা।
বর্ধমান-কাটোয়া ছোট লাইন থেকে বড় লাইন হলেও এখনও একটি মাত্র ট্রেন চলছে ট্রেনের সংখ্যা বাড়েনি। এদিন যাত্রীরা ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি চালু ট্রেনের সময়সূচি বদলের দাবি জানান। তাঁদের দাবি অফিস টাইমে ট্রেন না পাওয়া যাওয়ায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বারবার রেলকে জানিয়েও কোন ফল না মেলায় এদিন সাওতা স্টেশনে ট্রেন অবরোধ করেন যাত্রীরা। বেশ কিছুক্ষণ ট্রেন আটকে রেখে পরে যাত্রীরা অবরোধ তুলে নেন।
Like Us On Facebook