.
অবৈধ বালি পাচার রুখতে ফের সক্রিয় হল দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রশাসনিক আধিকারিকরা। শনিবার লাউদোহায় দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও শুভ সিংহরায়ের নেতৃত্বে প্রশাসনিক আধিকারিকরা অবৈধ বালি পাচার রুখতে লাউদোহায় বড় সড় অভিযান চালায়। বেশ কিছু লরি ও ব্যক্তিকে অবৈধভাবে বালি পাচারের সময় এদিন হাতেনাতে প্রশাসনিক আধিকারিকরা ধরে ফেলেন। জানা গেছে, স্থানীয় বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারির নির্দেশেই ফের অবৈধ বালি পাচারের বিরুদ্ধে সক্রিয় হয় দুর্গাপুর-ফরিদপুরের প্রশাসনিক আধিকারিকরা।
Like Us On Facebook