আসানসোল স্টেশনের সামনে অসহায় অবস্থায় কন্যা সন্তানের জন্ম দিল সবিতা পাশওয়ান নামে এক কাগজ কুড়ানি। পুলিশের উদ্যোগে মা ও মেয়ে স্থান পেল হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সবিতা ও তার স্বামী কাজল পাশোয়ান আসানসোলের কালিপাহাড়ি এলাকার বাসিন্দা। দিনে-রাতে শহরের রাস্তায় ঘুরে ঘুরে কাগজ কুড়ানোই তাদের জীবিকা। তারা আসানসোল স্টেশনের সামনেই থাকত। মঙ্গলবার সন্ধ্যায় সবিতা এক প্রকার অসহায় অবস্থায় এক কন্যা সন্তানের জন্ম দেয়৷ দীর্ঘক্ষণ আসানসোল স্টেশনের সামনে অসহায় অবস্থায় কন্যা সন্তান ও মা পড়ে থাকে। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানা থেকে মহিলা পুলিশ সহ একটি দলকে পাঠানো হয় তাদের নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করার জন্য। পুলিশ ওই দম্পতি ও সদ্যজাতকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে মা ও মেয়েকে ভর্তি করা হয়। তদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হয়। পুলিশের তরফ থেকে কাপড় সহ মা ও মেয়ের প্রয়োজনীয় যাবতীয় জিনিস দেওয়া হয়। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।