.
আসানসোল পুরসভার পক্ষ থেকে পালন করা হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। এদিন সকালে আসানসোলের বিএনআর মোড়ে কবিগুরুর মূর্তিটিকে ফুল দিয়ে সাজানো হয়। পরে কবির মূর্তিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়ার পারিষদ অভিজিত ঘটক, লক্ষণ ঠাকুর ও অন্যান্য কাউন্সিলররা। এদিন মেয়র পারিষদ অভিজিত ঘটক বলেন, বিশ্বকবি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা প্রতি বছরই এই দিনটি পালন করে থাকি। এদিন আসানসোলের রবীন্দ্রভবনে কবিগুরুর আবক্ষ মূর্তিতেও মাল্যদান করা হয়।
Like Us On Facebook