জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী এক যুবকের। ঘটনাটি ঘটেছে আসানসোলের কালিপাহড়ি মোড় সংলগ্ন এলাকায়। ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কালিপাহাড়ির কোড়াপাড়া এলাকা থেকে নিঘার একটি বিস্কুট কারখানায় কাজে যাচ্ছিলেন রঞ্জন কোড়া (৩২)। কালিপাহড়ি মোড়ের কাছে জাতীয় সড়ক পার হতে গেলে একটি দ্রুতগতির ট্রাক তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। গুরতর জখম রঞ্জন কোড়াকে উদ্ধার করে পুলিশ আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর এলাকায় চাউর হতেই স্থানীয়রা কালিপাহাড়িতে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা।
Like Us On Facebook