কাঁকসা হাটতলা সর্বজনীন দুর্গা পুজা কমিটি এবছর ইসকন মন্দিরের আদলে তৈরি করছে মণ্ডপ। সাবেকি মূর্তি। আঠাশ বছরের পুজো। আট বছর আগে পুজো কমিটির সদস্যরা কাজের সূত্রে বাইরে চলে যাওয়ায় পুজো প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়। সেই সময় স্থানীয় ম়হিলারা পুজো কমিটি নিজেদের হাতে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করে ফের ধুমধামে দুর্গাপুজো শুরু করেন। সেই শুরু। আজও স্থানীয় মহিলারা সারা বছর ধরে অর্থ সংগ্রহ করে মায়ের আরাধনায় সকলে ব্রতী হন়। এবছর সংগ্রহ হয়েছে ৫ লাখ টাকা। পুজোয় দুস্থদের শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানা গেছে। এছাড়াও পুজো উপলক্ষে আয়োজন করা হয়েছে বিচিত্রানুষ্ঠানের, উপস্থিত থাকবেন সারেগামাপা খ্যাত শিল্পীরা।
Like Us On Facebook