দুর্গাপুরের বিধান নগরের ক্লাব স্যান্টোসের দুর্গোৎসব এবছর ৪৮ বছরে পা দিল। এবার আর অন্য বছরের মতো কাল্পনিক থিমকে আধার করে মণ্ডপ সজ্জা নয়। বাস্তবের উপর দাঁড়িয়েই মণ্ডপ তৈরি হচ্ছে। এবার বেলুড় মঠের আদলে মণ্ডপ তৈরি হচ্ছে বিধান নগরের ক্লাব স্যান্টোসে।

ফাইবার, প্লাইউড ও বিভিন্ন পেন্টিং দিয়ে বেলুড় মঠকে তুলে ধরা হচ্ছে ক্লাব স্যান্টোসের পুজো মণ্ডপে। মণ্ডপে থাকছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব, মা সারদা ও স্বামী বিবেকানন্দের মূর্তি। থাকবে মূল প্রবেশ পথে বেলুড় মঠের মতো সুবিশাল তোরণ। বেলুড় মঠের আবহেই এবার সকলের নজর কাড়বে ক্লাব স্যান্টোসের পুজো। পঞ্চমীর সন্ধ্যায় মণ্ডপ সকলের দর্শনের জন্য খুলে দেওয়া হবে বলে জানান ক্লাব স্যান্টোসের পুজো কমিটির সহ সম্পাদক সৌরভ মুখার্জি। সৌরভবাবু বলেন, বেলুড় মঠের আচার্য স্বামী প্রেমস্বরূপানন্দ পুজোর উদ্ধোধন করবেন। আর ষষ্ঠীর দিন দুর্গাপুরের বেনাচিতির মেয়ে বিশিষ্ট মডেল আরাধনা চট্টোপাধ্যায় উপস্থিত থাকছেন। তাছাড়া প্রতি দিন কোন না কোন বিশেষ ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন পুজো মণ্ডপে। সঙ্গে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকছেই। আর মণ্ডপে দেবী দুর্গার সাবেকী মুর্তি থাকছে। মণ্ডপ সজ্জার সঙ্গে সামঞ্জস্য রেখেই আলোক সজ্জাও হচ্ছে ক্লাব স্যান্টোসে। এবারের বাজেট প্রায় বিশ লাখ টাকা।

Like Us On Facebook