শুক্রবার রাজ্যের প্রতিটি জেলায় হতে চলেছে দুর্গাপুজো কার্নিভাল। জেলায় জেলায় চলছে তারই জোর প্রস্তুতি। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরেও পুজো কার্নিভালের জন্য শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। রাজীব গান্ধী স্মারক ময়দান বা চিত্রালয় মেলা ময়দান থেকে ওমেন্স কলেজ হয়ে গান্ধী মোড় মেলা ময়দান পর্যন্ত হবে এই কার্নিভাল। ওমেন্স কলেজের সামনে মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চে শুক্রবার জেলা ও দুর্গাপুর মহকুমা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও থাকছেন মন্ত্রী প্রদীপ মজুমদার, মন্ত্রী মলয় ঘটক এবং আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। জানা গেছে, কার্নিভালে অংশগ্রহণকারী ক্লাবের শিল্পী ও কলাকুশলীরা তাঁদের শিল্পকলা পরিবেশন করবেন। যেসব ক্লাব প্রথম। দ্বিতীয় ও তৃতীয় হবে তাদের পুরস্কৃত করা হবে বলে জানা গেছে। জানা গেছে, দুর্গাপুরের ১৫ টি ক্লাব প্রতিমা নিয়ে এই কার্নিভালে অংশ গ্রহণ করছে। কার্নিভালের প্রস্তুতি এখন চুড়ান্ত পর্যায়ে। এদিন সন্ধ্যায় মন্ত্রী প্রদীপ মজুমদার কার্নিভালের প্রস্তুতি দেখতে আসেন।

Like Us On Facebook