রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে দুর্গাপুরে থাকাকালীন দুর্গাপুরের ভিড়িঙ্গী কালী মন্দিরে পুজো পাঠালেন এবং যজ্ঞ করার জন্য প্রণামী দিলেন। দল এবং রাজ্যের মানুষের মঙ্গল কামনায় তিনি মঙ্গলবার ভিড়িঙ্গী কালী মন্দিরে পুজো পাঠান। মমতা বন্দ্যোপাধ্যায় পুজো পাঠানোয় কালী মন্দিরের সেবায়েতরা যজ্ঞের আয়োজন করলেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য এবং ২০২১-এর নির্বাচনে তৃণমূল যেন আবার ক্ষমতায় ফিরে আসে সেই প্রার্থনা করে হোম-যজ্ঞ করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে রয়েছেন গত দুদিন ধরে। বুধবার তিনি বাঁকুড়া সফরে যাবেন তার পরই তিনি সেখান থেকে কলকাতায় রওনা দেবেন। মুখ্যমন্ত্রী দুর্গাপুর ছেড়ে যাওয়ার আগে ভিড়িঙ্গী কালী মন্দিরে পুজো দিতে ভুললেন না। মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ শুভ্রনীল পালের হাতে তিনি ভিড়িঙ্গী কালী মন্দিরে পুজো পাঠান। মমতা বন্দ্যোপাধ্যায় পুজো পাঠানোয় মন্দিরের সেবায়েতরা পুজোর আয়োজন করেন। মন্দিরের পূজারী বিশ্বজিৎ চ্যাটার্জী জানান, মুখ্যমন্ত্রী যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, ২০২১ নির্বাচনে দল যাতে আবার ক্ষমতায় ফিরে আসে এবং রাজ্যের মানুষের মঙ্গল কামনায় আজ হোম-যজ্ঞ করা হয়।