স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি মেনে পান্ডবেশ্বর রেল স্টেশনে একটি রিজার্ভেশন টিকিট কাউন্টার উদ্ধোধন করলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বৃহস্পতিবার সকালে পান্ডবেশ্বর রেল স্টেশনে বাবুল সুপ্রিয় এসে ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রিজার্ভেশন কাউন্টারটির উদ্ধোধন করেন। সঙ্গে ছিলেন আসানসোলের ডিএরএম সুমিত সরকার।

উদ্ধোধনী অনুষ্ঠানের পর বক্তব্য রাখতে গিয়ে বাবুল সুপ্রিয় বলেন, ‘আমি আসানসোলের সাংসদ। আসানসোলবাসীর জন্য কোন উন্নয়নমূলক কাজ করতে গেলে আমাকে পদে পদে বাধা দেওয়া হচ্ছে। এতে উন্নয়নমূলক কর্মকান্ড থমকে যাচ্ছে। আসানসোল লোকসভা এলাকায় যতগুলো রেলব্রিজ আছে তার একটি লিস্ট করে দিন আমি তা সংস্কার করিয়ে দেব। এরজন্য রাজ্য সরকারকেও ব্রিজ নির্মাণ বা সংস্কারের অর্ধেক টাকা দিতে হবে।’ আসানসোল ডিভিশনের ডিআরএম সুমিত সরকার বলেন, ‘আগে পান্ডবেশ্বর স্টেশনের টিকিট কাউন্টার থেকে রেল যাত্রীরা সংরক্ষিত আসনের টিকিট পেতেন না। এবার থেকে রেল যাত্রীরা এই স্টেশনের রিজার্ভেশন কাউন্টার থেকে সংরক্ষিত আসনের টিকিট কাটতে পারবেন।

Like Us On Facebook