আসানসোলের সালানপুরে ইসিএল-এর লালগঞ্জ এরিয়া অফিসে বিক্ষোভ দেখাল ইসিএল-এর বেসরকারি নিরাপত্তা কর্মীরা। চুক্তি পুনর্নবীকরণ না হওয়ার ফলে বেকার হয়ে পড়া ইসিএলের বেসরকারি নিরাপত্তা কর্মী ও তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার লালগঞ্জ এরিয়া অফিসের গেট বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন বিক্ষোভকারীরা কাজে আসা ইসিএল-এর অন্যান্য কর্মী ও অধিকারিকদের অফিসে ঢুকতে বাধা দেন বলে অভিযোগ। নিরাপত্তা কর্মীদের অভিযোগ, গত ১০-১২ বছর ধরে কাজ করার পর এখন ইসিএল নিরাপত্তা কর্মী সরবরাহকারী ঠিকা সংস্থাগুলির চুক্তি পুনর্নবীকরণ না করায় ইসিএল-এ কর্মরত দু’হাজারের উপর বেসরকারি নিরাপত্তা কর্মী কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন। তাঁদের দাবি, অবিলম্বে ঠিকা সংস্থাগুলির চুক্তি পুনর্নবীকরণ করে বেসরকারি নিরাপত্তা কর্মীদের চাকরি সুনিশ্চিত করতে হবে। কর্তৃপক্ষ এবিষয়ে আলোচনার আশ্বাস দিলে নিরাপত্তা কর্মীরা বিক্ষোভ তুলে নেন।
Like Us On Facebook