বুধবার দুর্গাপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভিড়িঙ্গী মোড় থেকে প্রান্তিকা পর্যন্ত সিএএ ও এনআরসি বিরোধী এক পদযাত্রায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। এরপর বৃহস্পতিবার দুপুরে সৃজনী সভাঘরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আগমনের প্রাক্কালে সোমবার ভগৎ সিং স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার মহড়া হয়। প্রশাসনিক সভা এবং সিএএ ও এনআরসি বিরোধী পদযাত্রাকে ঘিরে মঙ্গলবার দিনভর চলল জোর প্রস্তুতি।
বুধবার ভিড়িঙ্গী মোড় থেকে প্রান্তিকা পর্যন্ত সিএএ ও এনআরসি বিরোধী এক পদযাত্রায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। সেই কারণে সোমবার সন্ধ্যায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুকেশ জৈন সহ কমিশনারেটের পদস্থ আধিকারিকরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে নাচন রোড পরিদর্শন করেন। পাশাপাশি সৃজনী সভাগৃহ, ভগৎ সিং স্টেডিয়াম সহ দুর্গাপুরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি জিতেন্দ্র তেওয়ারি, কার্যকরী সভাপতি উত্তম মুখার্জি সহ দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দের সঙ্গেও পদযাত্রা নিয়ে ভিড়িঙ্গী মোড়ে পুলিশ কমিশনার সুকেশ জৈন একপ্রস্থ আলোচনা সারেন। মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে মঙ্গলবার দিনভর সৃজনী সভাঘরে চলল জোর প্রস্তুতি।