১৩ আগস্ট ইসিএলের হেড কোয়ার্টার সাঁকতোড়িয়া অভিযানের ডাক দিয়েছে কোলিয়ারি মজদুর সভা (এআইটিইউসি)। তারই সমর্থনে শুক্রবার থেকে ইসিএলের বিভিন্ন এরিয়ায় জাঠা মিছিল শুরু হয়েছে।
কোলিয়ারি মজদুর সভা সূত্রে জানা গেছে, পাঁচ দফা দাবিতে ১৩ আগস্ট সাঁকতোড়িয়া অভিযানের ডাক দিয়েছে সংগঠন। তারই প্রস্তুতি পর্বে শুক্রবার থেকে ইসিএলের বিভিন্ন এরিয়ায় মিছিলের আয়োজন করছেন সংগঠনের কর্মীরা। ১৬টি কয়লা খনি বন্ধ করা চলবে না, ঠিকা শ্রমিকদের নূন্যতম বেতন ১৮০০০ করা সহ পাঁচ দফা দাবিতে হবে ১৩ আগস্টের অভিযান। তারই প্রস্তুতিতে শুক্রবার বাঁকোলা এরিয়ায় এআইটিইউসি কর্মীরা মিছিল করেন।
Like Us On Facebook