অণ্ডালের বাসকা এলাকার দামোদর নদ থেকে বালি তুলে দীর্ঘদিন ধরে ইসিএলের খনিতে বালি ফিলিং চলছে। বালি ভর্তি ট্রাক, ডাম্পারগুলি রাস্তা দিয়ে যাতায়াত করায় অণ্ডালের কুলডাঙা এলাকার রাস্তা ভেঙে চুরে একাকার হয়ে গেছে বলে অভিযোগ। ফলে এলাকার বাসিন্দারা রাস্তা পারাপারে চরম দুর্ভোগে পড়ছেন। বার বার ইসিএল কর্তৃপক্ষকে বলে কোন সমস্যার সুরাহা না হওয়ায় শুক্রবার সকালে কুলডাঙার স্থানীয় মানুষ বালির গাড়ি আটকে বিক্ষোভে সামিল হলেন।

এদিন সকাল থেকে ইসিএলের বালি বোঝাই গাড়ি আটকে রাস্তা সংস্কারের জন্য বিক্ষোভে সামিল হন। খবর সংগ্রহ করা পর্যন্ত বিক্ষোভ চলছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় মানুষের বিক্ষোভে প্রায় ৪০-৫০ টির মত বালি বোঝাই গাড়ি আটকে পড়েছে। মদনপুর গ্রাম পঞ্চায়েত সদস্য উমেশ বাউরি বলেন, রাস্তা সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে ইসিএল কর্তৃপক্ষকে বলেও কোন ফল হয়নি। আজ যতক্ষণ না ইসিএল কর্তৃপক্ষ রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিচ্ছে ততক্ষণ আমাদের এই বিক্ষোভ চলবে।


Like Us On Facebook