২নং জাতীয় সড়ক সম্প্রসারণ করা হচ্ছে। আর এই সম্প্রসারণের কাজ করতে গিয়ে রাস্তার পাশের জলনিকাশী ব্যবস্থা ভেঙে পড়ায় ক্ষতির মুখে পড়লেন বর্ধমানের শক্তিগড়, আমড়া এলাকার চাষীরা। মঙ্গলবার সকালে এলাকার চাষীরা আমড়া মোড়ে ২নং জাতীয় সড়কে আলু ঢেলে অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন।
এদিন এলাকার চাষী সেখ সফিরুদ্দিন জানিয়েছেন, ২নং জাতীয় সড়ককে সম্প্রসারণ করা হচ্ছে। আর এই সম্প্রসারণ করতে গিয়ে রাস্তার পাশে দীর্ঘদিন ধরে থাকা জলনিকাশী ব্যবস্থাকে কার্যত ভেঙে দিয়েছে এনএইচ কর্তৃপক্ষ। পরিবর্তে তাঁরা একটি ছোট জলনিকাশী নালা তৈরি করে দেন। যদিও প্রথম থেকেই এব্যাপারে এলাকার চাষীরা প্রতিবাদ করেন। চাষীদের দাবি, তখন এনএইচ কর্তৃপক্ষ জানিয়েছিল সমস্যা হলে তাঁরা ব্যবস্থা নেবেন। এদিকে, চাষের কাজের জন্য দামোদর সেচ ক্যানেলের মাধ্যমে জল ছাড়া শুরু হয়েছে। আর এই জল ছাড়া শুরু হতেই সেই জল উপচে ভাসিয়ে দিয়েছে আলুর জমি। আর কয়েকদিনের মধ্যেই আলু তোলার কথা। তারই মাঝে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আলু জমি জলের তলায়। এই জল বের হতে না পেরে তা ভাসিয়ে দিয়েছে বিঘার পর বিঘা জমি।
চাষীরা জানিয়েছেন, পরপর প্রাকৃতিক বির্পযয়ের জেরে তাঁরা এবছর আলু চাষ করতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন। তারপরেও তাঁরা নতুন করে আলু লাগিয়েছিলেন। বহু চাষীই জমি ভাগে নিয়ে আলু চাষ করেছেন বিভিন্ন ভাবে টাকা ধার নিয়ে। কিন্তু এই ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। এদিন বিক্ষোভকারী চাষীরা এনএইচ কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান। এদিকে, প্রায় আধঘণ্টা ২নং জাতীয় সড়ক অবরোধ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশ এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে। পরে মেশিন নিয়ে এসে ওই জমা জল বের করার কাজ শুরু হয়।