পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর ডিভিসি মোড় থেকে কেন্দা যাওয়ার রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষুব্ধ স্থানীয় মানুষজন। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি শুরু হতেই ওই রাস্তায় চলাচল করতে তাঁদের নাজেহাল অবস্থা হচ্ছে। রাস্তাটি দীর্ঘদিন ধরেই ভাঙাচোরা অবস্থায় রয়েছে। বর্ষাকাল এলেই প্রতিবছর রাস্তার বেহাল অবস্থা হয়ে পড়ে। ইসিএলের কয়লা বোঝাই গাড়ি চলাচলের কারণে এই রাস্তার বেহাল দশা হয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা। যদিও এই রাস্তাটি ইসিএলের তাই রাস্তাটি সংস্কারের দায়িত্ব ইসিএলেরই।
জানা গেছে, এই রাস্তাটি নিয়ে ব্লক প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সংস্কারের জন্য ইসিএলকে একটা চিঠি করা হয় গত ফেব্রুয়ারি মাসে। চার মাস পার হয়ে গেলেও কাজের কাজ হয়নি বলে জানান পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সন্তোষ পাশোয়ান। দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
এই বিষয়ে পাণ্ডবেশ্বর ব্লকের বিডিও জানান, ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার জেনারেল ম্যানেজার ও শোনপুর বাজারি প্রজেক্টের জেনারেল ম্যানেজারকে চিঠি করা হয়েছে। সোমবার এই বিষয়ে আলোচনা করা হবে। গত ফেব্রুয়ারি মাসে এই রাস্তা সংস্কারের জন্য ইসিএলকে জানানো হয়েছিল, কিন্তু লকডাউন ও এরিয়ার জেনারেল ম্যানেজারের পরিবর্তনের ফলে কাজটি হয়নি বলে জানান পাণ্ডবেশ্বর ব্লকের বিডিও কৌশিক সমাদ্দার। তবে তিনি এও জানান শীঘ্রই ইসিএলের আধিকারিকদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।