ভোট পরবর্তী হিংসা ছাড়লো কাঁকসায়। মঙ্গলবার সকালে মুখে গামছা বেঁধে একদল দুষ্কৃতী কাঁকসার বনকাটি উচ্চ বিদ্যালয়ে ঢুকে স্কুল শিক্ষক তথা বিজেপি জেলা পরিষদের প্রার্থী বিকাশ বিশ্বাসকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আহত বিকাশ বাবুকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সোমবার পঞ্চায়েত ভোটের দিন কাঁকসার বিভিন্ন বুথে ভোট করাতে আসা বাহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে গোটা কাঁকসা জুড়ে প্রতিরোধ গড়ে তোলে সিপিএম ও বিজেপি। পানাগড় হিন্দি হাই স্কুলের সামনে, আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের অধীন বিহারপুর এবং পিয়ারীগঞ্জের ধীবারুতে সিপিএম ও বিজেপি বহিরাগতদের লাঠিসোটা দিয়ে ব্যপক মারধর করে। বিরোধীদের কাছে পঞ্চায়েত ভোটের দিন কাঁকসায় ভোট করাতে আসা বহিরাগতরা বেধড়ক মার খেয়ে পিঠটান দেয়। বহু বাহিরাগত আহত হয়ে দুর্গাপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়।
মঙ্গলবার শাসক দলের কর্মীরা পরিকল্পনা করেই দুষ্কৃতীদের দিয়ে স্কুল শিক্ষক তথা বিজেপি নেতা জেলা পরিষদের প্রার্থী বিকাশ বিশ্বাসকে স্কুলে ঢুকে মারধর করে গা ঢাকা দেয় বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাসকে পঞ্চায়েত ভোটে মনোনয়ন প্রত্যাহার করতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চাপ দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির। এই ঘটনায় মঙ্গলবার উত্তেজনা ছাড়ায় কাঁকসা জুড়ে। কাঁকসার তৃণমূল কংগ্রেস নেতা সমরেশ বন্দ্যোপাধ্যায় বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন। এই মারধরের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোন ভাবেই যুক্ত নয় বলে দাবি সমরেশবাবুর।